আগামী ৩০ অক্টোবর সরকারের অন্তত ৩১ জন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে এ বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসির এক চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ মতবিনিময় ও প্রস্তুতি সভা ৩০ অক্টোবর বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন, সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন সভায়।
নির্বাচন কমিশন থেকে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে ঘোষণা হবে। এর এক মাস আগেই সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে ইসি।
বৈঠকে অংশ নিতে চিঠি পাঠানো ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার মধ্যে আরও রয়েছেন— নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পররাষ্ট্র সচিব। মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিদ্যুৎ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব।
বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবদেরও চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সচিবও বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর বাইরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদপ্তর ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) উপস্থিত থাকার কথা রয়েছে বৈঠকে।
এর আগে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গেল ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করে ইসি। তার আগে সেপ্টেম্বরের শেষদিকে শুরু করে অক্টোরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করে কমিশন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে