ফেসবুকে বন্ধুত্ব: আমেরিকা থেকে গুরুদাসপুরে ছুটে এলেন তেরি পারসন

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
২৫ অক্টোবর ২০২৫

মাস খানেক আগে সামাজিক মাধ্যম ফেসবুকে আমেরিকার জর্জিয়া অঙ্গ রাজ্যের বাসিন্দা তেরি পারসনের সঙ্গে বন্ধুত্ব হয় নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা সেতু মোল্লার। কথোপকথনের একপর্যায়ে তেরি পারসনকে বাংলাদেশে আমন্ত্রন জানান সেতু। সে আমন্ত্রনে সাড়া দিয়ে তেরি পারসন ২১ অক্টোবর সেতু মোল্লার বাড়িতে এসেছেন।

সেতু গুরুদাসপুর উপজেলার চর-বালশা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। দুই সন্তানের জনক সেতু (২৫)জানান, অভাবের তাড়নায় দশম শ্রেনীর বেশি লেখাপড়া এগোতে পারেননি তিনি। তিনি পেশায় রাজমিস্ত্রী। কাজ না থাকলে ভ্যানও চালান। অবসরে নিজের মুঠোফোনে গ্রামীণ দৃশ্যের ভিডিও ধারণ করে ফেসবুক পেইজে পোস্ট দিতেন। মাসখানেক আগে তেরি পারসন তাঁর এক ভিডিওতে লাইক দেন। এরপর মেসেঞ্জারে গুগলে বাংলা লেখা ইংরেজিতে অনুবাদ করে তার সাথে কথোপকথন শুরু হয়। পরবর্তীতেতে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

২১ অক্টোরর সকালে ১৫ দিনের ছুটিতে তেরি পারসন হযরত শাহ জালাল বিমানবন্দরে পৌছান। সেখানে বন্ধুকে অভ্যর্থনা জানিয়ে সেতু নিয়ে আসেন তাঁর গ্রামের বাড়ি। দিন ধরে সেখানেই অবস্থান খাওয়া-দাওয়া করছেন তিনি।

তেরি পারসন বন্ধু সেতু তার পরিবারের জন্য উপহার হিসাবে এনেছেন স্বর্নের মালা, জামা কাপড়, শিশুদের জন্য খেলনাসহ নানা উপহার সামগ্রী। আমেরিকান তেরিকে দেখতে প্রতিদিনই দুর দুরান্তের নানা বয়সী নানা শ্রেনী ও পেশার মানুষ ভীড় করছে সেতুর বাড়িতে। তাদের সাথে হাসিমুখে ছবি তুলছেন, খুনসুটিতে সময় কাটছে তাঁর।

তেরি পারসন (৫৮) বলেন, দেশে তার মুরগীর খামার রয়েছে। পরিবারে তার ছোট বোন রয়েছে। প্রেমে ব্যর্থ হওয়ার পর একা থাকার সিদ্ধান্ত তার। সময় কাটান দেশি-বিদেশি বন্ধুদের সাথে। তিনি বলেন, ‘বাংলাদেশ চমৎকার একটি দেশ। সেতুর পরিবার স্থানীয়দের আতিথিয়তা, শিশুদের বন্ধুসূলভ ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। দেশে গিয়ে বন্ধুদের বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাবো।

খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন, আমেরিকার নাগরিক তেরি পারসনের সাথে দেখা কথা হয়েছে তার। এলাকার মানুষ তার আগমনের বিষয়টি উপভোগ করছেন। সাংবাদিক কন্টেন ক্রিয়েটর ফেসবুকের মাধ্যমে প্রচারিত খবর এলাকার পরিচিতি বাড়িয়েছে। প্রতিদিনই উৎসুক জনতার ভীড় বাড়ছে। বন্ধুত্বের ক্ষেত্রে বয়স,শ্রেনীভেদ,পেশা, দেশকাল কোনো বাধা হয় না,সেটি আবার প্রমাণিত হলো। অতিথি তেরির যেন অসুবিধা না হয় সেজন্য নজরদারি করছেন তিনি তার পরিষদ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন, বন্ধুত্বের টানে আমেরিকার নাগরিকের গুরুদাসপুরে আসার খবর তিনি পেয়েছেন। নিরাপত্তার কথা বিবেচনায় এনে পুলিশও পাঠানো হয়েছে সেখানে। বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর