ঐকমত্য কমিশনের শেষ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫

 

জাতীয় ঐকমত্য কমিশন কমিশনের সমাপনী বৈঠক সোমবার (২৭ অক্টোবর)  অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্ব করেন।  প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়। 

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়া পর্যন্ত সব ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ।  এগুলো হবে ইতিহাসের চিরজীবন্ত দলিল। যারা গবেষণা করতে চায় তারা যেন এগুলো দেখে কাজে লাগাতে পারে। প্রজন্মের পর প্রজন্মে ডকুমেন্ট থেকে যাবে। দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। জাতি হিসাবে কোন প্রেক্ষাপটে কী প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছালাম আমরা, এটা সবার জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার- যোগ করেন তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর