ঢাকায় ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে এক পথচারী নিহত হওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নিহত পথচারীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি তার দাফন-কাফনের সব খরচ বহন করবে সরকার।
রোববার (২৬ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। সদস্য হিসেবে রাখা হয়েছে— বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর লাইন-৫-এর প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। উপসচিব আসফিয়া সুলতানা সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত পর্যালোচনায় বুয়েট এবং এমআইএসটি- এর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে