উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫


ঢাকায় ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে এক পথচারী নিহত হওয়ার ঘটনা তদন্তে সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নিহত পথচারীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি তার দাফন-কাফনের সব খরচ বহন করবে সরকার।

রোববার (২৬ অক্টোবর) সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের  এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। সদস্য হিসেবে রাখা হয়েছে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক . বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর লাইন--এর প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। উপসচিব আসফিয়া সুলতানা সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিতে কারিগরি প্রকৌশলগত পর্যালোচনায় বুয়েট এবং এমআইএসটি- এর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর