পাবনার চাটমোহরের হরিপুর বাজারে স্থানীয়দের কাছে শিয়ালের মাংস বিক্রির অপচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, বিষয়টি চাউর হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এলাকার সচেতন মানুষের মধ্যে অনেকেই এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী, তফসিল-২-ভুক্ত প্রাণী হিসেবে শিয়াল রক্ষিত বন্য প্রাণী। লাইসেন্স ছাড়া কেউ কোনো বন্য প্রাণী বা বন্য প্রাণীর কোনো অংশ বা মাংস সংরক্ষণ করলে এক বছরের জেল বা ৫০ হাজার টাকা জরিমানার মুখোমুখি হতে হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে সে। সে হিসেবে শিয়াল শিকার, বিক্রি বা এর মাংস খাওয়ায় আইন লঙ্ঘিত হয়।
এলাকাবাসী বলছেন, হরিপুরের মাংস বিক্রেতা আশু কসাইয়ের ছেলে আশরাফুল একটি শিয়াল শিকার করে। সেই শিয়াল জবাই করে হরিপুর বাজারে বিক্রির চেষ্টা করছিল সে। পরে জনরোষে বাজারের অদূরে মাংস ফেলে সটকে পড়ে। আশরাফুল ইসলামের বাড়ি হরিপুর আফজালপাড়া গ্রামে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে শিয়াল জবাই ও শিয়ালের মাংস বিক্রির চেষ্টা করার সত্যতা পেয়েছেন মি. স্বপন। তিনি বলছিলেন, অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তার বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। স্থানীয় কেউ চাইলে এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা করতে পারেন।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি এখনো। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে