চাটমোহরে দুই ভূমি অফিসে ‘চুরি’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৪ জানুয়ারী ২০২৬

পাবনার চাটমোহরে দুই ইউনিয়নের ভূমি অফিসেচুরি’র ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। একই রাতে দুই ভূমি অফিসে চুরি নিয়ে কৌতুহলের পাশাপাশি নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে জনমনে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অফিস দুটি থেকে কম্পিউটারের হার্ডডিস্ক চুরি করা হয়েছে। এলাকাবাসী জানায়, দুটি অফিসে একই কায়দায় ‘চুরি’র ঘটনার ঘটেছে। কক্ষের ভেতরে ঢুকতে অফিসের জানালার নাট-বোল্ট খোলা হয়েছে।

হার্ডডিস্ক নিয়ে গেলেও কম্পিউটারের অন্যান্য উপকরণ ফেলে রেখে গেছে। তবে অফিস দুটি থেকে আর কী কী চুরি গেছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।  

পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর