ব্যবসায়ীদের মোটা টাকা হাতিয়ে লাপাত্তা নগদকর্মী

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৭ জানুয়ারী ২০২৬

নাটোরের গুরুদাসপুরে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং নগদ- এর ডিএসও স্বাধীন আলী ব্যবসায়ীদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ  ঘটনায় গুরুদাসপুর বড়াইগ্রাম থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। পাশাপাশি টাকা ফেরত অভিযুক্ত স্বাধীনকে আইনের আওতায়র আনার দাবিতে  বুধবার ( জানুয়ারি) নয়াবাজার এলাকায়  মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

স্বাধীন আলী বনপাড়া আঞ্চলিক অফিসের কর্মী বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের মহসিন আলীর ছেলে। গুরুদাসপুরের নয়াবাজার, ধারাবারিষা এবং বড়াইগ্রামের ভিটাকাজীপুর, শ্রীরামপুর মানিকপুর এলাকার ১২ জন নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে  স্বাধীন আলী ৫ লাখ ৭১ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি ব্যবসায়ীদের।

এদিকে মানববন্ধনে বক্তব্য দেন- ভুক্তভোগী নগদের এজেন্ট আতিকুর রহমান বাবু, সোহেল রানা, আবু তালেব, কাওছার আহম্মেদ, দেলোয়ার হোসেন,মন্তাজ আলী প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৮ ডিসেস্বর নগদ ফোন এ্যাকাউন্টে টাকা জমা করার কথা বলে দুই উপজেলার ১২ জন নগদের এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ ৭১ হাজার টাকা গ্রহন করেন স্বাধীন আলী। বেশ ঘন্টা পেরিয়ে গেলে ফোনে টাকা জমা না হওয়ার কারন জানতে চাইলে সার্ভার জটিলতার কথা বলেন তিনি। এরপর তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ রেখে বর্তমানে তিনি পলাতক রয়েছেন। বিষয়টি বনপাড়া আঞ্চলিক কার্যালয় অভিযুক্তের পরিবারে জানানো হয়েছে। কিন্ত এখনো তারা এর কোনো কুলকিনারা করেনি।

ভুক্তভোগীরা ব্যবসায়ীরা আরো জানান, টাকার অভাবে তারা ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। এতে ব্যবসায়ীক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তারা টাকা ফেরৎ  স্বাধীনের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন।

অভিযুক্ত স্বাধীনের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি২৪অনলাইন/সি/এমকে




মন্তব্য
জেলার খবর