গুরুদাসপুরে ওসমান হাদীর হত্যাকারীদের ফাঁসি দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৫ জানুয়ারী ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদ ও  হত্যাকারীদের গ্রেফতার ও  ফাঁসির দাবিতে নাটোরের গুরুদাসপুরে প্রতিবাদ ও  বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে নাগরিক বন্ধন গুরুদাসপুরের বিপ্লবী জনগণের আয়োজনে উপজেলা শাপলা চত্তরে ওই প্রতিবাদ সমাবেশ  হয়।

জানা গেছে, জুলাই যোদ্ধা রাফিউল আলমের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এ সময় ‘আমি কে তুমি কে, হাদি হাদি, আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, এবং আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’- এমন শ্লোগান দেন তারা।

 শীত উপেক্ষা করে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ শেষে বক্তব্য দেন- বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ শাখা ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান তোহা রহমান, ব্লাড ডোনার এসোসিয়েশন ছাত্রী সাদিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার রহমান প্রমুখ।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের  দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি কার্যকরের দাবী জানিয়ে বলেন, বাংলার মাটিতে আর যেন কোন মায়ের সন্তান ওসমান হাদীর মত হত্যার শিকার না হোন। আমাদের আর কোন ভাই হত্যার শিকার না হোন।

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর