মন্তব্য
জানুয়ারি মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। লিটার প্রতি ২ টাকা কমিয়ে ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার। গত বছরের মার্চ থেকে এ প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ শুরু করা হয়। সে সময় থেকে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে