জনসমূদ্রে খালেদা জিয়ার জানাজা

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারী ২০২৬

বিএনপির চেয়ারপারসন  ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম  খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিভিন্ন বাহিনীর প্রধান এবং সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। জানাজা ঘিরে ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া অ্যাভিনিউ জনসমূদ্রে পরিণত হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা মিনিটের দিকে অনুষ্ঠিত জানাজায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক  ইমামতি করেন। জানাজা শেষে খালেদা জিয়ার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হয়।

আপসহীন নেত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই  মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢল নামে মানুষের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন সেখানে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন  খালেদা জিয়া  ইন্তেকাল করেন। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া ৭ দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর