ঘোড়া প্রতীকে নির্বাচন করবেন আনোয়ারুল ইসলাম

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে ঘোড়া প্রতীকে নির্বাচন করতে চান সাবেক এমপি ও বিএনপি নেতা কেএম আনোয়ারুল ইসলাম।  রোববার (২৮ ডিসেম্বর)  বিকালে সহকারি রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছে তিনি তার নির্বাচনী মনোনয়নপত্র জমা দেন। সেই মনোনয়নপত্রে নির্বাচনী প্রতিক হিসেবে ঘোড়ার কথা উল্লেখ করা হয়েছে। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র টিকে গেলে এ প্রতীকে নির্বাচন করবেন তিনি।

দলীয় মনোনয়ন না পেয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী  হিসেবে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম। পাবনার ৩ উপজেলা- চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর সমন্বয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

এদিকে আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলম মাস্টারসহ  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলামী হীরা বলেন, আনোয়ার চাচা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমাদের প্রতীক ঘোড়া। আমরা ঘোড়া মার্কার জন্য সবার কাছে দোয়া চাই।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর