null
চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার ( ২৭৫ কোটি মার্কিন ডলার) সমপরিমাণ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্স আহরণের এ প্রবাহ অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
২৭ দিনের রেমিট্যান্স সংক্রান্ত বিষয়টি রোববার (২৮ ডিসেম্বর) জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি মাসের ২৭ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার।
হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আর রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি আছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে