২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫

null

চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার (  ২৭৫ কোটি মার্কিন ডলার) সমপরিমাণ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্স আহরণের প্রবাহ অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

২৭ দিনের রেমিট্যান্স সংক্রান্ত বিষয়টি রোববার (২৮ ডিসেম্বর) জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি মাসের ২৭ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার।

হুন্ডি প্রতিরোধে সরকার কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আর রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি আছে।

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর