মারা গেছেন চাটমোহরের নুরুল চেয়ারম্যান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মারা গেছেন। রোববার ভোরে বরিশালের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মি. নুরুল দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুনাইগাছা ইউনিয়নের  সভাপতি। শেখ হাসিনার সরকার পতনের পর বিস্ফোরক মামলার আসামি হন।  সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকার পতনের পর নুরুল ইসলাম গ্রেফতার হন। এরপর জামিনে এসে এলাকা ছাড়েন। সম্প্রতি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নেন। শেষে বরিশালে তার জামাতা সেনা সদস্য মোজাম্মেল হকের বাসায় অবস্থান নেন। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ষাটর্ধ্বো নুরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, পাঁচ পুত্র, এক কন্যা রেখে গেছেন।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর