পঞ্চগড়ে বিপুল ইয়াবাসহ মাদক কারবারি আটক

সম্রাট হোসাইন, পঞ্চগড়
২৪ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আবুল কালাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি। বুধবার বিকালে শহরের ইসলামবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আবুল কালাম পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজি গাইঘাটা গ্রামে হাতেম আলীর ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী হিসেবে আবুল কালামকে দীর্ঘদিন ধরে নজরদারীতে রাখছিল পুলিশ। গোপন সূত্রে জানা যায়, সে কক্সবাজার থেকে ইয়াবার চালান পঞ্চগড়ে আনছে। এরই পরিপ্রেক্ষিতে আবুল কালামের গতিবিধি সন্দেহজনক হলে তার পিছু নেয় ডিবি পুলিশ। এসএ পরিবহন কুরিয়ার থেকে আবুল কালাম একটি রাবারের কাটুন বুঝে নিয়ে সামনের দিকে গেলেই ডিবি পুলিশ তাকে আটক করে। এ সময় সেই কাটুনটি খুলে ত্রিশটি ইয়াবার ছোট প্যাকেট থেকে প্রায় হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে  ডিবি কার্যালয়ে নেওয়া হয়।  তার কাছে পাওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ টাকারও বেশি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ এনায়েত কবীর জানান, মাদক আইনে আবুল কালামের বিরূদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর