গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানা সিলগালা

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
১৮ ডিসেম্বর ২০২৫

নাটোরের গুরুদাসপুরে ভেজাল খেজুর গুড় তৈরির একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।  সেই সঙ্গে কারখানার মালিককে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। গাড়িষাপাড়া মহল্লায় ভাই ভাই বানিজ্যালয়ে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ সিলগালাসহ জরিমানার আদেশ দেন।

জানা গেছে, ভাই ভাই বানিজ্যালয়ের মালিক দেলোয়ার হোসেন দুলাল  দীর্ঘদিন ধরে ভেজাল খেজুর গুড় তৈরী করে আসছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তার কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ওই জরিমানাসহ কারখানা সিলগালা করা হয়।

জানা গেছে, চিটাগুড়ের সাথে ক্ষতিকর কেমিক্যাল, কাপড়ে ব্যবহৃত রং অন্যান্য উপকরণ মিশিয়ে ভেজাল খেজুর গুড় তৈরী বাজারজাত করায় ভোক্তা অধিকার আইনে ওই ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম স্যানিটারি ইন্সপেক্টর মাধব চন্দ্র।

স্থানীয় সোহেল রানা, শহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, গুরুদাসপুরে অন্তত ১০টি ভেজাল খেজুর গুড় তৈরির কারখানা আছে। শুধু জরিমানা করে ভেজাল রোধ করা সম্ভব নয়। প্রয়োজনে কারখানা উচ্ছেদ অপরাধীদের জেল প্রদান করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, “প্রাকৃতিক খেজুর গুড়ের নামে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী ভেজাল খেজুর গুড় তৈরী করে বিপণন করে আসছিলো। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 



মন্তব্য
জেলার খবর