নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ নারীকে জয়িতাকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন অনুষ্ঠান থেকে তাদের হাতে এ সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ওই সম্মাননা দেন ইউএনও ফাহমিদা আফরোজ।
জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হলেন- উপজেলার জুমাইনগর গ্রামের রোকসানা রেমা (অর্থনৈতিকভাবে সাফল্য), খামারনাচকৈড় মহল্লার মরিয়ম বেওয়া (সফল জননী), মশিন্দা বাহাদুরপাড়া গ্রামের শেফালী খাতুন (সমাজ উন্নয়নে), বামনবাড়িয়া গ্রামের আনিসা ইভা (নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জয়ি) ও খুবজীপুর গ্রামের রুবাইয়া বিনতে রেজাউল (শিক্ষা ও চাকরি)।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা দুদকের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও নজরুল ইসলাম দুদু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে