পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় রিনা আক্তার (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পঞ্চগড় পৌর এলাকার তেলিপাড়া ১৮ বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষীর হাট মুন্সিপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী। তিনি দেবীগঞ্জ পারফেক্ট একাডেমীর প্রধান শিক্ষিকা ছিলেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ওই নারী তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। বিজিবি ক্যাম্পের সামনে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে স্প্রিডব্রেকারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারান তার স্বামী। এ সময় মোটরসাইকেলের পিছন থেকে রিনা আক্তার পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে বালু, অবৈধ স্থাপনাসহ রাস্তা প্রশস্তকরনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে