নাটোরের গুরুদাসপুরের খুবজীপুরে এন্ডারলি কেয়ারের প্রবীন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে বিশ্বের মডেল আখ্যায়িত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্টি ডিরেক্টর ড. আহম্মদ জামসেদ মোহাম্মেদ। সেই সঙ্গে বলেছেন, প্রবীনদের সেবায় নবীনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পিতা-মাতা তাদের সন্তানদের যেভাবে প্রতিপালন করেছেন, প্রবীণকালে তাদেরকেও সেভাবে দেখতে হবে।
শনিবার (৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন ড. আহম্মদ জামসেদ মোহাম্মেদ। এখানকার প্রবীন সেবা কেন্দ্রের কার্যক্রম দেখে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এদের অসাধারণ কার্যক্রম দেখে আমি মুগ্ধ এবং উদ্ধুদ্ধ হয়েছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্টি ডিরেক্টর জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ প্রবীনদের স্বাস্থ্য সেবায় কাজ করা। তাদের সুরক্ষায় কাজ করতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ সম্মত হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্টি ডিরেক্টরের পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এন্ডারলি কেয়ারের সভাপতি অধ্যাপক ড.ওয়াজিউল আলম চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো.সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবু দাউদ মিয়া, কাতার চ্যারিটির কান্টি ডিরেক্টর জাকারিয়া আল মোতায়ির,মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম শিশির, টিএমএসএস’র অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, এন্ডারলি কেয়ার বাংলাদেশের মহাসচিব ব্রিগেডিয়ার ইকবাল হাসান, নাটোরের সিভিল সার্জন ডা. মো.মোক্তাদির আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য ৫ বছর আগে স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের নেতৃত্বে ও জাকাত ফান্ডের অর্থায়নে পরিচালিত প্রবীণ স্বাস্থ্য কেন্দ্রটি এলাকার প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিনামুল্যে ওষুধ, শীতবস্ত্র, খাবারসহ নানা প্রয়োজনীয় সেবা প্রদান করে দেশজুড়ে সুনাম কুড়িয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে