হঠাৎ বেড়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৫

কয়েক মাস চড়া থাকার পর চলতি মাসের শুরু থেকে বাজারে কমতে শুরু করে সবজির দাম কমেছিল। কিন্তু শুক্রবার সেই সবজির দাম আবারো বেড়েছে। দাম বাড়ার পেছনের কারণ হিসেবে বিক্রেতাদের ভাষ্য হচ্ছে-  বৃহস্পতিবার রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে ঢাকায় কম ঢুকেছে সবজির ট্রাক।  ফলে হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সবজির দাম। তবে সরবরাহ আবারো স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে আশা প্রকাশ করছেন তারা।

শুক্রবার ঢাকার বিভিন্ন বাজারের তথ্য বলছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। আগের সপ্তাহে এর দাম ছিল ৬০ টাকার ঘরে। প্রতি কেজি শিম ১২০ টাকায়, বেগুন ১০০ টাকা, পেঁয়াজের ফুল ৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, করলা ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে শুক্রবার।

এসব পণ্যের বাইরে প্রতি কেজি শসা ৮০ টাকা, আলু  ২০-২৫ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, প্রতি কেজি কাঁচা টমেটো ১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মূলা ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর  ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভোক্তারা বলছেন, গত সপ্তাহে সবজি কম দামে পাওয়া গেলেও আজকে সেই সবই সবজি অতিরিক্ত ২০-৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। হঠাৎ করে প্রতিটি সবজির দামই বাড়তি। শীতে মানুষ কম দামে সবজি খাবে অথচ আজ বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, শীতে শুরুতে সময় সবজির দাম  বাড়তি হওয়ার কথা না। গত সপ্তাহেও দাম কমই ছিল। কিন্তু আজকে  আড়ৎ কারওয়ান বাজারেই সব সবজির দাম বাড়তি। সবজি সরবরাহ অনেকটা কম। বাড়তি দামে কিনতে হয়েছে, বিক্রিও করতে হবে বেশি দামে।  

তারা বলছেন, বৃহস্পতিবার কাযক্রম নিদ্ধিষ দল আ.লীগের কর্মসূচি থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনামূলক সবজির ট্রাক কম এসেছে কাওরান বাজারে।  সরবরাহ কম হওয়ায় প্রভাব পড়েছে সবজি বাজারে, দাম বেড়েছে খুচরা পর্যায়ে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর