মন্তব্য
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১২টি প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে।
সোমবার (১০ নভেম্বর) ঢাকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশন জানায়, এ ১২ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি। বাকিগুলোর মধ্যে ২টি সংশোধিত প্রকল্প, ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে