একনেকে ১২ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে  ১২টি প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে  এ বৈঠক হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন . মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

পরিকল্পনা কমিশন জানায়, এ ১২ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি। বাকিগুলোর মধ্যে  ২টি সংশোধিত প্রকল্প, ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর