পেঁয়াজের দাম না কমলে সিদ্ধান্ত হবে আমদানির

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫

পেঁয়াজের দাম চলতি সপ্তাহের মধ্যে কমে কাঙ্ক্ষিত পর্যায়ে না এলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দাম স্বাভাবিক অবস্থায় ফিরে এলে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে না।

রোববার ( নভেম্বর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান  বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, পেঁয়াজের কোনো সংকট নেই। বহুদিন পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে স্থির ছিল। কিন্তু গত এক সপ্তাহ থেকে ১০ দিন ধরে  পেঁয়াজের মূল্যের একটা ঊর্ধ্বগতি হয়েছে।  বিষয়টির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে সরকার। বাণিজ্য সচিব এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন।

বশিরউদ্দীন বলেন, আমাদের কাছে বর্তমানে হাজার ৮০০-এর মতো পেঁয়াজ আমদানির আবেদন আছে।  চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম প্রয়োজন অনুযায়ী না কমলেরা আমদানি অনুমোদন ইস্যু করে দেওয়া হবে।  স্থলবন্দরের ওপাশে অনেক পেঁয়াজ মজুত রয়েছে।  আমদানির অনুমতি দিলে স্বাভাবিকভাবে বাজারে ধস নামবে।  

উপদেষ্টা জানান, সরকার এ ধস নামাতে চায় না, চায় একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। এতে দেশে নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে পারবো আমরা। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, একইভাবে ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

 

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর