সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫

 

ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি আত্মসাতের ঘটনায় মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে প্রভাব খাটিয়ে এ ঋণ নেওয়া হয়। মামলায় আসামি করা হচ্ছে ৬৭ জনকে।

রোববার ( নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

জানা গেছে, সার্কুলারের তোয়াক্কা না করে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে জাল-জালিয়াতি প্রতারণার আশ্রয় নিয়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিলস এস আলম ট্রেডিং কোম্পানির নামে অনুমোদনবিহীন ঋণের নামে গৃহীত মোট হাজার ২৮৩.৯৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। ঋণের এ অঙ্ক সুদ-আসলে ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে।

আসামিদের মধ্যে থাকছে- ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগ কমিটির সদস্য এস আলম গ্রুপের মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

বিডি২৪অনলাইন/ইএম/ এমকে/

 



মন্তব্য
জেলার খবর