পঞ্চগড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত তিন লাখ ৬২ হাজার ১৭৭ জনকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৯অক্টোবর)সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা.মিজানুর রহমান এ তথ্য দেন। তিনি বলেন, জেলায় এক হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং এক হাজার ৬২ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন করা হবে। দ্বিতীয় ধাপের মধ্যে প্রথম ধাপের ১০ কর্ম দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাকি ৮ কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে টিকাদান ক্যাম্পেইন করা হবে।
জেলায় শতভাগ টিকা প্রদানের জন্য প্রত্যেকটি কিন্ডারগার্টেন, প্রাথমিক/ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যে জেলায় এক লাখ ১৬ হাজার শিশুর নিবন্ধন সম্পর্ন হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আফরোজা বেগম,জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মো:হাসিবুর রহমান শাহ প্রমুখ।
বিডি২৪অনলাইন/সি/এমকে