পঞ্চগড়ে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০৯ অক্টোবর ২০২৫

 

পঞ্চগড়ে মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত তিন লাখ ৬২ হাজার ১৭৭ জনকে বিনামূল্যে ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৯অক্টোবর)সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা.মিজানুর রহমান তথ্য দেন। তিনি বলেন, জেলায় এক হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং এক হাজার ৬২ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন করা হবে। দ্বিতীয় ধাপের মধ্যে প্রথম ধাপের ১০ কর্ম দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  বাকি ৮ কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে টিকাদান ক্যাম্পেইন করা হবে।

জেলায় শতভাগ টিকা প্রদানের জন্য প্রত্যেকটি কিন্ডারগার্টেন, প্রাথমিক/ মাধ্যমিক বিদ্যালয় মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যে জেলায় এক লাখ ১৬ হাজার শিশুর নিবন্ধন সম্পর্ন হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আফরোজা বেগম,জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মো:হাসিবুর রহমান শাহ প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর