গুরুদাসপুরে অন্তত ১০ গ্রামের মানুষের মানববন্ধন

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৭ অক্টোবর ২০২৫

নাটোরের গুরুদাসপুর সিংড়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ মানববন্ধন করেছে। বিয়াঘাট ইউনিয়নের দস্তানানগর মাদ্রাসা মোড় থেকে মহিষমারী মৃধাপাড়া গ্রামীণ রাস্তা পাকা করার দাবিতে এ মানববন্ধন করেন তারা। মঙ্গলবার (৭অক্টোবর) দুপুরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা শাহিন আলম, সাগর আলী, ইউনুস মৃধা, নাদিম মোস্তফা, জুলহাস সোনার, রহমান মোল্লা, জাকারিয়া শাহরিয়ার বুলবুল। বক্তারা দ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণ করা লোকজনের কাছে থেকে জানা গেছে, দস্তানানগর মাদ্রাসা মোড় থেকে মহিষমারী মৃধাপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। কর্দমাক্ত রাস্তায় যানচলাচল দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর।

ওই রাস্তা দিয়ে গুরুদাসপুর অংশের দস্তনানগর, কুমারখালী, বিয়াঘাট, মামুদপুর এবং সিংড়া অংশের বিলদহর, মহিষমারী, গোটিয়া, কালীনগর গ্রামের মানুষ চলাচল করে।

গৃহিনী ইতি বেগম বলেন, রাস্তার কাদাজলের কারণে শিশুরা স্কুলে যেতে চায় না। গেলেও সময় মতো স্কুলে পৌছাতে পারে না। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে গিয়ে বইখাতা,কাপড়চোপড় নষ্ট করে বাসায় ফেরে।

মাদরাসা শিক্ষক মারুফ হাসান বলেন, কাদার কারণে মাদরাসার শিশু শিক্ষার্থী   মসজিদের মুসল্লীদের দুর্ভোগ পোহাতে হয়। গোরস্থানে লাশ নিতেই সমস্যা দেখা দেয়।

বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দুর্ভোগের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বিডি২৪অনলাইন/সি/এমকে

গুরুদাসপুর-নাটোর।



মন্তব্য
জেলার খবর