সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৫

 

গেল সেপ্টেম্বর মাসে ২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

তথ্য বলছে, সেপ্টেম্বর মাসের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। এর বাইরে কৃষি ব্যাংক মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬২ লাখ ৪০ হাজার ডলার এসেছে ।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এর পরের মাসে আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর