সাময়িক বরখাস্ত হওয়ার ৫ বছর পর পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পূনরায় দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মিজানুর রহমান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ক্যাম্পাসে গিয়ে যোগদান করেন তিনি।
হাইকোর্টের আদেশে তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনি সব জটিলতা কেটে যায় মো. মিজানুর রহমানের।
গত ২৫ সেপ্টেম্বর মো. মিজানুর রহমানের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেই প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ২০১৯ সালে মিজানুর রহমানের বিরুদ্ধে একটি সিআর মামলা হয়। সেই মামলায় তাকে জেলহাজতে যেতে হয়। এর পরিপ্রেক্ষিতে বিএসআর (পার্ট-১) এর ৭৩ বিধি- এর নোট-২ অনুযায়ী তাকে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলার পর ও সাময়িক বরখাস্ত হওয়ার ঘটনায় সচেতন মহলে আলোচনায় আসেন মো. মিজানুর রহমান।
এদিকে এ সাময়িক বরখাস্তাদেশকে অবৈধ উল্লেখ করে হাইকোর্টে রিট করেন মো. মিজানুর রহমান। দীর্ঘদিন উভয় পক্ষের শুনানির পর সেই রিটের রায় মিজানুর রহমানের পক্ষে আসে। হাইকোর্ট তার বহিস্কারাদেশকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে