র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-২) মেজর মীর ইশতিয়াক আমিন বলেছেন- ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুসংহত করা এ দুর্গাপূজা। বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব। দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব।
জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এ প্রেস ব্রিফিং হয়।
র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার জানান, জেলায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন ধরণের অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে। র্যাব-১৩ এর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রেস ব্রিফিংয়ে নীলফামারী র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মাহাফুজার রহমান, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মধুসুদন বণিক রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে