পঞ্চগড়ে আত-তাক্বওয়া ওয়াস্সুন্নাহ হিফজ্ মাদ্রাসায় এ শিক্ষার্থীর মুখে টুপি গুঁজে দিয়ে তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। এ ঘটনায় মামলা করার পর ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিয়েছেন অভিযুক্ত শিক্ষক।
অভিযুক্ত শিক্ষক হচ্ছেন জেলার বোদা ময়দানদিঘী গাইঘাটা এলাকার তছিরুল ইসলামের ছেলে হাফেজ মুহাম্মদ আসাদুজ্জামান আসাদ সুমন । মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাব্বির হোসেন নাসির। সে নাজেরা বিভাগের শিক্ষার্থী ও কামাত পাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। গত বুধবার দুপুরে মারপিটের ঘটনা ঘটে।
জানা যায়, জোহরের নামাজে ফরজ শেষে সুন্নত না পড়ায় নাসিরকে বেতের লাঠি দিয়ে মুখে, বুকে, শরীরে বেধড়ক মারপিট করেন শিক্ষক সুমন । বেত্রাঘাত হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওই লাঠি দিয়ে মুখে টুপি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। এতে মাদ্রাসা ছাত্রের মুখের তালু কয়েক স্থানে ছিলে যায়। এ সময় কয়েকজন ছাত্র ওই ছাত্রের দুই হাত ধরে থাকেন। এরপর তাকে নিযাতন করা হয় ও ঘরে আটকে রাখা হয়। সন্ধায় দরজা খোলা পেয়ে সাব্বির সেখান থেকে তার পিতার কাছে যায়। পরে হাসপাতালে ভর্তি করা হয়।
বেলাল হোসেন বলেন, মামলা করার পর আসামি মোবাইল ফোনে হুমকি দিয়েছেন আমাকে। বলেছেন বেশি বাড়াবাড়ি করবেন না, আমার কিছু করতে পারবেন না। এদিকে পুলিশ আসামি ধরতে টালবাহানা করছে। আসামি খুঁজে দিলে আটক করার কথা জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আজিজুল হক বলেন- তদন্ত চলছে। একই সাথে আসামি আটকের জন্য ট্র্যাকিং করছি।
বিডি২৪অনলাইন/সি/এমকে