জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য যা যা দরকার তার কোনো কমতি হবে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নির্বাচনের জন্য প্রস্তুতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বডি ক্যামেরা কেনা হচ্ছে। মূল প্রস্তুতি নির্বাচন কমিশন নেবে। ক্যামেরা কেনার ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে সেটা তাদের দায়িত্ব না, তারা এক্সট্রা দায়িত্ব নিতে চায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউএনডিপির মাধ্যমে আমরা বডি ক্যামেরা কিনছি।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে