সাতক্ষীরায় বেড়িবাঁধের পাশে পড়েছিল বৃদ্ধের মরদেহ

কিশোর কুমার, সাতক্ষীরা
০৩ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরার আশাশুনিতে বেঁড়িবাধের পাশ থেকে বিজন কুমার দে (৬৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চুমুরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজন কুমার দে  উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমার দের ছেলে।

বিজনের ছোট ভাই স্কুল শিক্ষক রঘুনাথ দে জানান, বিজনের স্ত্রী আগেই মারা যাওয়ায় তিনি বাড়িতে একা এক ঘরে থাকতেন। তার পুত্রবধূ রাতে ঘরে খাবার রেখে আসতে। মঙ্গলবার বিজন সন্ধ্যার দিকে স্থানীয় পাইথলি বাজারে যায়। এর পর তিনি রাতে বাড়িতে ফেরেননি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  মামলার প্রস্তুতি চলছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর