মন্তব্য
সুন্দরবনে সাধারণের প্রবেশ নিষিদ্ধ অভয়অরণ্যে অবৈধ অনুপ্রবেশের কারণে বনের সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী এলাকা থেকে আট বনজীবীকে আটক করেছে বন বিভাগ। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়। আটককৃতরা সবাই শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বন বিভাগ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক ফজলুল হক বলেন, ১ সেপ্টেম্বর থেকে অনুমতিপত্র নিয়ে সুন্দরবন প্রবেশ করছেন বনজীবীরা। আটক বনজীবীরা দুইদিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে প্রবেশ নিষিদ্ধ নটাবেকীর অভয়ারণ্য এলাকা থেকে আটক করা হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে