পঞ্চগড়ে জাবেদ উমর জয় (১৯) নামের এক ছাত্রদলের কর্মী প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা গেছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসীরা।
বুধবার (৬ আগস্ট) রাতে জেলা শহরের সিনেমাহল মার্কেট এলাকায় উমর জয়কে ছুরিকাঘাত করা হয়। অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটে। জয় পুরাতনক্যাম্প এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে, সে এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জয়ের সঙ্গে নতুনবস্তি এলাকার ছাত্রদলের কর্মী আল আমিনের গ্রুপের বিরোধ চলছিল। বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। রাতের বেলায় জয় একা সিনেমা হল মার্কেট এলাকায় গেলে প্রতিপক্ষের ১০-১২ জন তাকে ঘিরে ফেলে। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে আল আমিন ছুরি দিয়ে জয়ের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু রংপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জয়ের বড় ভাই আশরাফ বলেন, আমি দোকানে যাওয়ার সময় রাতে জয়কে খুঁজছিল কয়েকজন। পরে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি, তাকে আল আমিনসহ কয়েকজন ছুরিকাঘাত করেছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ বলেন, এটা পূর্ব শত্রুতার জেরে সংগঠিত হত্যাকাণ্ড। অভিযুক্তদের মধ্যে আল আমিন ও পারভেজের নাম পাওয়া গেছে। তাদের সাথে আরো অনেকে ছিল। উভয়েই ছাত্রদল সংশ্লিষ্ট। আসামিদের ধরতে পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহে চারটি খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে