গুরুদাসপুরে ৩ লাখ টাকার চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৬ অগাস্ট ২০২৫

নাটোরের গুরুদাসপুরে প্রায় লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম এ জাল পুড়িয়ে ধ্বংসের আদেশ দেন।

এর আগে বুধবার( আগষ্ঠ) দিনভর উপজেলার বিভিন্ন খাল নদীতে যৌথভাবে অভিযান চালিয়ে এসব জাল আটক করে  উপজেলা প্রশাসন মৎস্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম। এ সময় মৎস কর্মকর্তা রতন সাহা তাঁর কার্যালয়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

জানা গেছে, চলনবিলের গুরুদাসপুর অংশের পিপলা, বিলসা, হরদমা খাল আত্রাই নদীর রাবারড্রাম সাবগাড়ী অংশ থেকে ৬৫ টি চায়না দুয়ারী, হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় এদিনে অভিযানে। এসব জালের বাজারমূল্য প্রায় লাখ টাকা। সন্ধ্যায় জব্দকৃত জালগুলো শহরের নন্দকুঁজা নদীর তীরে চাঁচকৈড় বাজারের নতুন গো হাটিতে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রতন সাহা বলেন, চায়না কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছ বিলুপ্তির পথে। মা পোনামাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর