সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংর্ঘষে আহত-১৫
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রবাহী এক বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সং/ঘ/র্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালকসহ ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আশঙ্কজনক অবস্থার ৭ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা পাটকেলঘাটার বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সাতক্ষীরাগামী রোজিনা পরিবহনের সাথে খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের (মালবাহী) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে সড়কে যানজট সৃষ্টি হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায় পুলিশ। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
খর্নিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, দূর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে