মন্তব্য
জুলাই গণঅভ্যুত্থান দিবসে টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই যোদ্ধা শহীদ ফিরোজ তালুকদার পলাশকে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে স্মরণ করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ পলাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছোবাহান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে