তরুণ উদ্যোক্তার স্বপ্নে দুর্বৃত্তের হানা

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর
০৩ অগাস্ট ২০২৫

 

দু চোখে স্বপ্ন আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন শাহিনুর রহমান শাহীন। শিক্ষিত হয়েও চাকরি না খুঁজে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে তিনি গড়ে তোলেন ব্রয়লার মুরগির খামার একটি কলা বাগান। দিনরাত পরিশ্রম করে বাগানটি তৈরির পর যখন স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছিল, ঠিক তখনই অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে কেটে ফেলে শতাধিক কলাগাছ। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন শাহীন।

শাহিনুর রহমান শাহীন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানীপাড়া গ্রামে। দুই বিঘা জমির তার বাগানে কলাগাছ ছিল প্রায় ২০০টি।  শাহীনের ভাষায়, “স্বপ্ন ছিল নিজের মাটিতেই দাঁড়িয়ে কিছু করবো। কিন্তু ঘটনায় আমি ভেঙে পড়েছি।

স্থানীয়রা জানান, শাহীন একজন পরিশ্রমী সৎ। তাকে দেখে আরও অনেক তরুণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছিলেন। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর হোসেন মিয়া বলেন, “ঘটনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর