পাবনার চাটমোহরে কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার ও তার সহকর্মীদের মারধর করার পর দলীয় পদ ও পরিচয় হারালেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেন। এ দিকে ব্যাংকে হামলা ও মারধরের ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিস্কার করা হয়। শনিবার (২ আগস্ট) তার গ্রেফতারের খবর পাওয়া গেছে।
লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়নের একজন ইউপি সদস্যও (৩ নম্বর ওয়ার্ড)। তিনি ফৈলজানা গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। গত ৩১ জুলাই দুপুরে অফিস চলাকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন তিনি। তাদের হামলায় আহত হন ব্যাংকটির শাখা ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
ঋণ খেলাপি হিসেবে সম্প্রতি লোকমান হোসেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়েই এ ঘটনা ঘটান তিনি।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোকমানকে তার বাড়ির পাশের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওই বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি।
এদিকে ৩১ জুলাই লোকমান হোসনকে বহিস্কারের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় পাবনা জেলা যুবদল। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতার কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে