দেশে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। পতিত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে বের করে নেওয়া ঋণ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে, পাশাপাশি ঋণ খেলাপি সংক্রান্ত নিয়মের পরিবর্তনের ফলেও বাড়ছে খেলাপি ঋণ- এমনটাই বলছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা।
প্রাপ্ত তথ্য বলছে, গত জুন পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। গতবছরে একই সময় খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। গত মার্চ থেকে জুন পর্যন্ত তিন মাসে এক লাখ ১০ হাজার ৯৪ কোটি টাকা বেড়েছে খেলাপি ঋণ।
এতোদিন লোকচক্ষুর অন্তরালে রাখার চেষ্টা করা হলেও এখন জনসম্মুখে এটা তুলে ধরা হচ্ছে। এ কারণে সামনে এ ঋণের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন ঋণ খেলাপির বাস্তব চিত্র তুলে ধরার সৎ সাহসটা কেন্দ্রীয় ব্যাংক দেখাতে পেরেছে, এটাকে এক বছরের মধ্য অন্যতম একটা ‘অ্যাচিভমেন্ট’হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা।
দেশে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এরপর থেকে শুরু করে ধীরে ধীরে বাড়তে বাড়তে ১৫ বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ কোটি টাকার বেশি। এ বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে ব্যাংকিং খাত ভয়াবহ হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছে অর্থনীতিবোদ্ধারা।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে