দেশের সাধারণ মানুষ পিআর বোঝে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি প্রমোট করছে। শুধু প্রমোট নয়, তারা পণ করে বসে আছে এটা ছাড়া নির্বাচনে যাবে না।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভা ও আলোচনা সভায় এসব কথা বলেন। দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন। তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হলে হবে না।
মির্জা ফখরুল বলেন, এ দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেই না। তারা বলে, পিআর কি জিনিস? তারা এখনো ঠিকমতো ইভিএমে ভোট দিতে পারে না। তাই ভোটই দেয় না। পিআর তারা বুঝবে কী করে? নতুন নতুন চিন্তাভাবনাগুলো থেকে দূরে সরে যেতে হবে। কেননা বাইরে থেকে এসে কাউকে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না।
অবিলম্বে সংস্কারগুলো শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় সনদ ঘোষণা করুন। নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন, সেই সময়টাতে নির্বাচন দিন। মানুষকে তার অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দিন।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে