জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন একজন ব্যক্তি। এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তাছাড়া স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত প্রকাশ করেছেন দলগুলোর নেতারা।
রোববার (২৭ জুলাই) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে বিষয়টি জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রানৈতিক দল সংলাপে অংশ নিয়েছে। কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের কাউকে ডাকা হয়নি এ সংলাপে।
আলী রীয়াজ আরও বলেন, একটি স্বাধীন পুলিশ কমিশন হলে সেটা পুলিশের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে।
পুলিশ কমিশনের প্রস্তাবে বলা হয়, পুলিশ বাহিনী একটি শৃঙ্খলিত বাহিনী হিসেবে যেন আইনসম্মত ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে, সেটা নিশ্চিত করা হবে কমিশনের অন্যতম লক্ষ্য। পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক— উভয়পক্ষের অভিযোগ নিষ্পত্তির দায়িত্বও ন্যস্ত থাকবে এ কমিশনের ওপর। পুলিশ কমিশন একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে গঠিত হবে, তার বয়স ৭২ বছরের নিচে থাকবে। আর কমিশনের সদস্য সচিব হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, তার বয়স ৬২ বছরের নিচে থাকতে হবে। কমিশনে সরকার ও বিরোধী দল উভয়পক্ষের প্রতিনিধিত্ব থাকবে।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে