বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাজধানী ঢাকার শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত।
সংবাদ সম্মেলনে রিফাত বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত হয়েছে। সংগঠনটির আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে,পরবর্তীতে আলোচনার মাধ্যমে সেটা জানানো হবে।
সারা দেশে কমিটির স্থগিত করার ঘোষণা এমন সময় এসেছে, যখন সংগঠনটির সমন্বয় পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৫ জন পুলিশের হাতে আটক হওয়ার ঘটনায় দেশজুড়ে নানা সমালোচনা শুরু হয়েছে। শনিবার রাতে ঢাকার গুলশানে পতিত শেখ হাসিনা সরকারের এক নারী এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ওই পাঁচজন আটক হয়।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে