বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ছাড়া সব কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাজধানী ঢাকার শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত।

সংবাদ সম্মেলনে রিফাত বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত হয়েছে। সংগঠনটির আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে,পরবর্তীতে আলোচনার মাধ্যমে সেটা জানানো হবে।

 

সারা দেশে কমিটির স্থগিত করার ঘোষণা এমন সময় এসেছে, যখন সংগঠনটির সমন্বয় পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৫ জন পুলিশের হাতে  আটক হওয়ার ঘটনায় দেশজুড়ে নানা সমালোচনা শুরু হয়েছে।  শনিবার রাতে ঢাকার গুলশানে পতিত শেখ হাসিনা সরকারের এক নারী এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ওই পাঁচজন আটক হয়।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে   



মন্তব্য
জেলার খবর