বাংলাদেশের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ ইস্যুতে ব্যবসায়ীদের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের দাবি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, লম্বা সময় নিয়ে কোনো নেগোশিয়েশনের ক্ষেত্রে এ ধরনের লবিস্ট নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে লবিস্ট নিয়োগের প্রসঙ্গ নেই। কারণ, এখানে যা করতে হবে সেটা কুইক করতে হবে। ওরা তো ওই অফিসের কাছাকাছি ঢুকতেই পারবে না, নেগোশিয়েশন তো দূরের কথা।
বুধবার (২৩ জুলাই) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আশা করছেন বাংলাদেশের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপ করেছে, সেই শুল্কের হার কিছুটা কমানো হবে।
যুক্তরাষ্ট্রের শুল্ক প্রয়োগের আর মাত্র আটদিন বাকি। তার আগেই এ নিয়ে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদল নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানান উপদেষ্টা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাবেন। আশা করছি শুল্ক হয়তো কিছুটা কমাবে তারা। কারণ, আমাদের ঘাটতি খুবই কম, ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো।
সরকারের যুক্তরাষ্ট্রে ভালো ইমেজ আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফের কতগুলো বকেয়া পরিশোধ করে দিয়েছি আমরা। বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার চিঠি লিখেছে আমাকে।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে