২২ ক্যারেটের সোনার ভরি এক লাখ ৭১ হাজার টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৫


দেশের বাজারে সব ধরণের মানের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দরে ভরি প্রতি দাম সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা বাড়ানো য়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে বাজুস। নতুন দরে, প্রতি ভরি সোনার দাম ২২ ক্যারেট এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটএক লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

 এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর