মণকে মণ দুধের কারিগরদের সর্বনাশ, প্রশংসিত ইউএনও মুসা নাসের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২১ জুলাই ২০২৫


পাবনার চাটমোহরের লাঙ্গলমোড়া গ্রামে তৈরি হচ্ছিল মণকে মণ দুধ। স্বল্প খরচে রাসায়নিক উপকরণের মাধ্যমে কৃত্রিমভাবে উৎপাদিত এ দুধ বিক্রি করে মোটা টাকা কামাই করছিলেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সেই দুধের কারখানায় হানা দেয় প্রশাসন। সংবাদের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী খাদ্যে ভেজাল মিশ্রণ সংক্রান্ত প্রচলিত আইনের ধারায় কৃত্রিম দুধসহ দুধ তৈরির রাসায়নিক উপকরণ জব্দের আদেশ দেন। সেই সঙ্গে পুলিশকে নির্দেশনা দেন দুধ তৈরির সঙ্গে জড়িত ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে। সোমবার (২১ জুলাই) এ ঘটনা ঘটে।

এদিকে দুধ তৈরির কারখানায় হানা দেওয়া, দুধের কারিগরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় স্থানীয় বাসিন্দাসহ অনলাইন ও অফলাইন- দু’জায়গাতেই ইউএনও মুসা নাসের চৌধুরীকে সাধুবাদ জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য বলছে, দুধ তৈরির ঘটনায় যে ৪ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে, তারা হচ্ছে-  লাঙ্গলমোড়া গ্রামের সাইদুল ইসলাম, লিটন হোসেন, নিজাম উদ্দিন ও মাজেদা খাতুন।

দুধ তৈরির কারখানায় অভিযানকালে এনএসআই পাবনার সহকারি পরিচালক এবিএম লুৎফুল কবির, পাবনার অতিরিক্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম হোসেন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওদিকে তেল ডিটারজেন্টযুক্ত দুধ পাওয়ায় উপজেলার ছাইকোলা চৌরাস্তায় প্রাণ হাবের তিন কর্মকর্তাকে মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে সেই হাবে সংরক্ষণ করে রাখা প্রায় আড়াই হাজার লিটার দুধ বিনষ্ট করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের আদেশে।

দন্ডিতরা হচ্ছে- হাবটির এরিয়া ম্যানেজার পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের শামসুল আলম, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চক চিথুলয়া গ্রামের জহির রায়হান পাবনার সাঁথিয়া উপজেলার করমচা গ্রামের নাজমুল হোসাইন।

এদিকে এক বার্তায় নিজেদের খাবার ও শিশুদের খাদ্যের বিষয়ে সবাইকে আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউএনও মুসা নাসের চৌধুরী।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর