ভূমি উন্নয়নকর আদায় ১১শ ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৫


দেশে এবছর মোট ১১শ কোটি টাকা ভূমি উন্নয়নকর আদায় হয়েছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আশা প্রকাশ করে বলেছেন, আগামী অর্থবছরে কর আদায়ের হার আরো বাড়বে।

রোববার (২০ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় কথা বলেন। কমিশনারদের তদারকি দিকনিদের্শনার কারণে এ বছর ভূমিকর আদায়ের হার সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।

নোয়াখালী ভোলাসহ বেশ কিছু জেলায় নতুন নতুন চর জেগে উঠার কথা জানিয়ে উপদেষ্টা বলেন,  এটা দেশের অর্থনীতি, পরিবেশ জীবনযাত্রার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।  সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এসব চরের। এসব চরে ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর খাদ্যের আধার হিসেবে গড়ে তুলতে হবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর