মন্তব্য
দেশে এবছর মোট ১১শ ৫ কোটি টাকা ভূমি উন্নয়নকর আদায় হয়েছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আশা প্রকাশ করে বলেছেন, আগামী অর্থবছরে এ কর আদায়ের হার আরো বাড়বে।
রোববার (২০ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ কথা বলেন। কমিশনারদের তদারকি ও দিকনিদের্শনার কারণে এ বছর ভূমিকর আদায়ের হার সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।
নোয়াখালী ও ভোলাসহ বেশ কিছু জেলায় নতুন নতুন চর জেগে উঠার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এটা দেশের অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এসব চরের। এসব চরে ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর খাদ্যের আধার হিসেবে গড়ে তুলতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে