মন্তব্য
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচি ঘিরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না। যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে৷
রোববার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় অংশ নেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, নির্দেশনা দেওয়া আছে কোনো অবস্থাতেই যেন দুষ্কৃতকারী ছাড়া না পায়। নিরপরাধ মানুষ যেন হয়রানি না হয়। যখন যে পরিস্থিতি, তখন সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে