বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় নিহত আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার।

এদিকে এ দুর্ঘটনার কারণে স্থগিত করা হয়েছে প্রধান উপদেষ্টার মঙ্গলবারের পূর্বনির্ধারিত কর্মসূচি। এদিন ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধান উপদেষ্টার। রাষ্ট্রীয় শোক পালনের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়। প্রেস উইং থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সেই সঙ্গে সব সরকারি, বেসরকারি ভবন বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আর হতাহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হবে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমান বাহিনীর উড্ডয়নরত একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।  এতে বিমান স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের ৮ ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এরপরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনায় দগ্ধ অন্তত ৫০ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতালে আরও বহু দগ্ধ আহত শিক্ষার্থী ভর্তি আছে। দুর্ঘটনায় বিমানটির চালকও মারা গেছেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর