২৭ জুলাই শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫


২০২৬ সালে পবিত্র হজের জন্য প্রাথমিক নিবন্ধন ২৭ জুলাই শুরু হচ্ছে।  প্রাথমিকভাবে ৪ লাখ টাকা জমা দিয়ে এ নিবন্ধন সম্পন্ন করতে পারবেন হজে গমনেচ্ছুক ব্যক্তিরা।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্ব করেন।

সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে  আগামী ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন ও পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে হজে গমনেচ্ছুকদের।

সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণসাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে  আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর