আহতদের প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫

 

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য যত প্রস্তুতি দরকার চিকিৎসকরা করছেন। বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করা হবে। কেন এ দুর্ঘটনা  ঘটলো, সেটা  তদন্ত করে বের করা হবে।

সোমবার (২১ জুলাই)  জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এ দুর্ঘটনাকে জাতীয় জীবনে বিরাট একটি ট্র্যাজেডির দিন উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এমন ঘটনা এর আগে ঘটেছে কি না, সেটা জানা নেই আমাদের। ঘটনায় সবাই আমরা শোকাহত, বাকরুদ্ধ। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর