মন্তব্য
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য যত প্রস্তুতি দরকার চিকিৎসকরা করছেন। বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করা হবে। কেন এ দুর্ঘটনা ঘটলো, সেটা তদন্ত করে বের করা হবে।
সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এ দুর্ঘটনাকে জাতীয় জীবনে বিরাট একটি ট্র্যাজেডির দিন উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এমন ঘটনা এর আগে ঘটেছে কি না, সেটা জানা নেই আমাদের। এ ঘটনায় সবাই আমরা শোকাহত, বাকরুদ্ধ। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে