গোপালগঞ্জকে আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে ফ্যাসিস্টরা

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে এনসিপিরদেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে- এ দাবি জানিয়ে সরকারের উদ্দেশ্যে  নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জের একজন সাধারণ মানুষকেও যেন হেনস্তা করা না হয়। সেখানকার সাধারণ মানুষের পাশে আমরা আছি। খুব শিগগিরই আমরা আবার গোপালগঞ্জে যাবো।

প্রশাসনের বিভিন্নস্তরে স্বৈরাচারের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে বলেও জানান নাহিদ ইসিলাম। তিনি বলেন, আমরা দেখছি অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হলেও কোর্ট থেকে ছাড়া পাচ্ছে। বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। প্রশাসনের বিভিন্নস্তরে যারা স্বৈরাচারের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে তাদের বলে দিতে চাই- বিচারের দাবিতে রাজপথে নেমেছি। বিচার আদায় না করে রাজপথ থেকে উঠে যাবো না আমরা।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর